Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেলিভিশন ক্লাসের নতুন রুটিন প্রকাশ


৫ জুন ২০২০ ১৪:৫৮ | আপডেট: ৫ জুন ২০২০ ১৫:০৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: টেলিভিশনে প্রচার হওয়া মাধ্যমিকের শ্রেণি কার্যক্রমের চলতি সপ্তাহের সময়সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর।

নতুন রুটিন অনুযায়ী, মাধ্যমিকে ৯ থেকে ১১ জুন পর্যন্ত তিনটি ধাপে ৬ষষ্ঠ থেকে দশম শ্রেণির বিভিন্ন বিষয়ের ১০টি ক্লাস করানো হবে। সকাল ১১টা ৫ মিনিটে শুরু হয়ে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত এসব ক্লাস সম্প্রচার হবে। ২০ মিনিটের প্রতিটি ক্লাসে শিক্ষার্থীদের জন্য প্রতিদিন বাসার কাজ দেওয়া হবে।

বাসার কাজের উত্তপত্র পরদিন দেখানো হবে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর শিক্ষার্থীদের মূল্যায়ন নম্বর দেওয়া হবে। পাশাপাশি টেলিভিশনে প্রচার হওয়া ক্লাসগুলো কিশোর বাতায়নেও দেওয়া হবে।

বিজ্ঞাপন

এছাড়াও ফেসবুক পেজ ও অধিদফতরের ওয়েবসাইটে সম্প্রচারিত ক্লাসগুলো শিক্ষার্থীরা যেকোনো সময়ে দেখতে পারবে বলে জানা গেছে। ইউটিউবেও যেকোনো সময় ক্লাসগুলো দেখা যাবে। ক্লাস রুটিন পাওয়া যাবে এই ওয়েবপেজে

উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ কারণে গত ২৯ মার্চ সকাল থেকে সংসদ টিভিতে ‘আমার ঘরে আমার ক্লাস’ শিরোনামে মাধ্যমিকের শিক্ষার্থীদের ক্লাস সম্প্রচার শুরু হয়েছে।

অনলাইন শিক্ষা কার্যক্রম টপ নিউজ টেলিভিশনে ক্লাসের সময়সূচি মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর