Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়াইলে মেম্বার হত্যার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান গ্রেফতার


৫ জুন ২০২০ ১৭:২২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়াইল: জেলার কালিয়া উপজেলার নড়াগাতি থানার কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য কাইয়ূম শিকদার হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। গ্রেফতার মাহমুদুল হাসান কায়েস (৪৮) একই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

বৃহস্পতিবার (৪ জুন) যশোর থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব জানায়, হত্যা মামলার প্রধান আসামি কায়েস পুলিশের গ্রেফতার এড়াতে পালিয়ে যশোর এ অবস্থান করছিলো। প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করে ও গোপন সংবাদের ভিত্তিতে যশোর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে, কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদ সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাইয়ূম শিকদারকে হত্যা করা হয়। হত্যা মামলায় নড়াগাতি থানায় ৪৫ জনের নামে মামলা দায়ের করে নিহতের ছেলে। মামলায় প্রধান আসামি করা হয় কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মাহামুদুল হাসান কায়েসকে।

বিজ্ঞাপন

মামলার বাকি আসামিরা এখনও পলাতক।

কাইয়ূম শিকদার হত্যা গ্রেফতার হত্যা মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর