Monday 30 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওষুধের দাম বাড়িয়ে র‌্যাবের হাতে ধরা ৩ ফার্মেসি মালিক


৫ জুন ২০২০ ২২:৩০

চট্টগ্রাম ব্যুরো: করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে ওষুধের দাম বাড়িয়ে দেওয়ায় তিন ফার্মেসি মালিককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (৪ জুন) রাতে চট্টগ্রাম নগরীর ইপিজেড এবং বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার তিন জন হলেন— আর সি ড্রাগ হাউজের মালিক মো. শাহজাহান (৬০), গাউছিয়া ফার্মেসির মালিক আক্তার হোসেন (৪৯) ও মাসুদা মেডিসিন শপের মালিক মো. রবিউল আলম (৩৩)।

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন জানান, আর সি ড্রাগ হাউজে আইভেরা ৬ মিলিগ্রাম নামের ওষুধ ছয়টি প্যাকেট বিক্রি করছিল ২ হাজার ৪০০ টাকায়, অথচ এর বাজার মূল্য ৭৫০ টাকা।

মেসার্স গাউছিয়া ফার্মেসিতে স্ক্যাবো ৬ মিলিগ্রাম নামের ওষুধ প্রতি পাতা বিক্রি করছিল ৫০০ টাকা, যার বাজার মূল্য ৫০ টাকা।

মেসার্স মাসুদা মেডিসিন শপে গিয়ে দেখা যায়, রিকোনিল ২০০ মিলিগ্রাম নামে একটি ওষুধ প্রতি প্যাকেট (৩ পাতা) বিক্রি করছিল ৬০০ টাকা, যার বাজার মূল্য ৩৬০ টাকা।

তিন ফার্মেসিতেই সিভিট, মোনাস ১০ মিলিগ্রাম, এজিথ্রোসিন, জিংক জাতীয় ওষুধ কয়েকগুণ বেশি দামে বিক্রির প্রমাণ পেয়েছেন র‌্যাব কর্মকর্তারা।

অবৈধভাবে ওষুধ মজুদারির দায়ে তিন ফার্মেসি মালিককে আটক করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

৩ ফার্মেসিকে জরিমানা ওষুধের দাম ফার্মেসি মালিককে গ্রেফতার বাড়তি ওষুধের দাম

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর