Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুন্দরবনে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২, অস্ত্র উদ্ধার


৫ মার্চ ২০১৮ ১২:১৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

বাগেরহাট : সুন্দরবনে র‌্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে জলদস্যু হাসান বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। এসময় ৬ টি অস্ত্র ও ৩৮টি গুলি উদ্ধার করা হয়েছে।

সোমবার সকালে সুন্দরবনের বরগুনার পাথরঘাটা উপজেলার মাঝেরচরে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। র‌্যাব নিহত দুইজনকে জলদস্যু হাসান বাহিনীর একজনকে সেকেন্ড ইন কমান্ড ও অপরজনকে সক্রিয় সদস্য বলে দাবি করেছে।

তারা হলেন, হাসান আতাউর সর্দার (২৫) ও রবিউল মালী (২৭)। বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলায়।

র‌্যাব-৮ এর অধিনায়ক উইং কমান্ডার হাসান ইমন আল রাজীব বলেন, সুন্দরবনের জলদস্যু হাসান বাহিনীর সদস্যরা বরগুনার পাথরঘাটা উপজেলার মাঝেরচর এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল সেখানে অভিযানে যায়। জলদস্যুরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়তে শুরু করে। এসময় র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে।

প্রায় আধাঘণ্টা বন্দুকযুদ্ধের এক পর্যায়ে জলদস্যুরা সুন্দরবনের গহীনে চলে গেলে র‌্যাব সদস্যরা সেখানে তল্লাশি চালিয়ে দুজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে এবং বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করে। পরে নদীতে মাছ ধরা জেলেরা সেখানে এসে নিহতদের জলদস্যু হাসান বাহিনীর সদস্য বলে শনাক্ত করে।

তিনি আরও বলেন, হাসান নামে এক যুবক নিজ নামে জলদস্যু বাহিনী গড়ে তোলে। হাসান বাহিনীর সদস্যরা পূর্ব সুন্দরবনের দুবলারচরসহ বিভিন্ন এলাকায় সাগর ও সুন্দরবনের ওপর নির্ভরশীল জেলে, বাওয়ালী ও মৌয়ালদের অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিল বলে অভিযোগ রয়েছে। এদের মরদেহ বরগুনার পাথরঘাটা থানায় নিয়ে আসা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিএম

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর