চট্টগ্রামে করোনায় আক্রান্ত নারীসহ দুজনের মৃত্যু
৬ জুন ২০২০ ১৫:৫১
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৭৬ বছর বয়সী এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত ৯১ জনের মৃত্যু হয়েছে।
শনিবার (৬ জুন) দুপুর ১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়েছে।
ওই নারীর ছেলে একটি সংবাদ সংস্থার চট্টগ্রাম ব্যুরোতে কর্মরত জেষ্ঠ্য আলোকচিত্রী এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক অর্থ-সম্পাদক।
তিনি সারাবাংলাকে জানিয়েছেন, তার মা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, অ্যাজমাসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। এক সপ্তাহেরও বেশি সময় ধরে শয্যাশায়ী থাকার পর নমুনা পরীক্ষায় গত ১ জুন রাতে তার করোনা পজিটিভ আসে। ওই রাতেই তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। তবে শুরু থেকেই চিকিৎসকেরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছিলেন।
এদিকে শনিবার সকালে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত এক যুবকের মৃত্যু হয়েছে।
হাসপাতালটির সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব সারাবাংলাকে জানান, ৩৩ বছর বয়সী যুবক নগরীর বায়েজিদ বোস্তামি থানার টেক্সটাইল এলাকার ওই বাসিন্দা। করোনার সংক্রমণের পাশাপাশি তিনি ডায়াবেটিসেও ভুগছিলেন। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।