Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আশুলিয়ার স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগে স্ত্রী আটক


৬ জুন ২০২০ ২০:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাভার: আশুলিয়ার ঘোষবাগে স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগে স্ত্রী তাসমিরা আক্তারকে আটক করেছে পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড।

শনিবার (৬ জুন) ভোরে আশুলিয়ার ঘোষবাগ এলাকায় ওই দম্পতির ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।

পুলিশ জানায়, ভোরে স্থানীয়দের খবরের ভিত্তিতে ওই দম্পতির ভাড়া বাসা থেকে গলা কাটা অবস্থায় স্বামী মমিনুল ইসলামের মরদেহ উদ্ধার করা। এসময় আটক করা হয় তার স্ত্রী তাসমিরা আক্তারকে। স্ত্রী তাসমিরা আক্তারের শরীরেও আঘাতের চিহ্ণ রয়েছে। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে স্ত্রী তাসমিরা আক্তার।

বিজ্ঞাপন

এই ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানিয়ে পুলিশ আরও জানায়, নিহত মমিনুল ইসলাম ও তার স্ত্রী পোশাক শ্রমিক। তাসমিরা আক্তারের গ্রামের বাড়ি পিরোজপুর জেলায় এবং নিহত মমিনুলের বাড়ি ঠাকুরগাঁও।

গলা কেটে পুলিশ স্ত্রী আটক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর