Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টায় রেকর্ড ৪২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৭৪৩ জন


৭ জুন ২০২০ ১৪:৫৬

ঢাকা: সবশেষ ২৪ ঘণ্টায় সারাদেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ৪২ জনের মৃত্যু হয়েছে। এ ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা এটিই। এ নিয়ে দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৮৮৮ জনের মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে দুই হাজার ৭৪৩ জনের শরীরে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হলেন মোট ৬৫ হাজার ৭৬৯ জন।

এছাড়া একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৫৭৮ জন সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে মোট ১৩ হাজার ৯০৩ জন সুস্থ হলেন।

শনিবার (৬ জুন) দুপুরে কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য তুলে ধরেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান,  করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৫২টি ল্যাবে ১৩ হাজার ১৩৬টি নমুনা পরীক্ষা করা হয়। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪২ জন। এদের মধ্যে পুরুষ ৩৫ জন এবং নারী ৭ জন।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা অনলাইন বুলেটিন করোনাভাইরাস টপ নিউজ ডা. নাসিমা সুলতানা স্বাস্থ্য অধিদফতর স্বাস্থ্য অধিদফতরের বুলেটিন


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর