অনুমোদন পেল নতুন আর্থিক প্রতিষ্ঠান স্ট্র্যাটেজিক ফাইন্যান্স
৭ জুন ২০২০ ২২:৪০
ঢাকা: আরও একটি নতুন আর্থিক প্রতিষ্ঠানের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই আর্থিক প্রতিষ্ঠানের নাম স্ট্র্যাটেজিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
রোববার (৭ জুন) বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. জুলকার নায়েনের সই করা এ সংক্রান্ত একটি চিঠি সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠান আইন ১৯৯৩-এর ৪ (১) নম্বর ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক ‘স্ট্র্যাটেজিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড’ কোম্পানিকে বাংলাদেশে ব্যবসা করার আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স (১ নম্বর ডিএফআইএম(এল)/৪১. তারিখ: ৫ চৈত্র ১৪২৬/১৯ মার্চ ২০২০) দিয়েছে।
আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের অনুমোদন স্ট্র্যাটেজিক ফাইন্যান্স