করোনায় মারা গেলেন বিএনপি নেতা আহসান উল্লাহ হাসান
৮ জুন ২০২০ ০০:২১
ঢাকা: নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা মহানগর (উত্তর) বিএনপি’র সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান। রোববার (৭ জুন) রাত ৮টা ৪৫ মিনিটে রাজধানীর শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৫৫ বছর। মৃত্যুকালে তিনি দুই ছেলে, স্ত্রী এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খান সারাবাংলাকে আহসান উল্লাহ’র মৃত্যুর তথ্য জানিয়েছেন।
করোনা পজিটিভ অবস্থায় রোবববার দুপুর ২টা ১০ মিনিটে হাসান শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন আহসান উল্লাহ। সেখানে তার স্ত্রী রিনা হাসানও করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
আহসান উল্লাহ হাসানের আকস্মিক মৃতুতে গভীর শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।
আহসান উল্লাহ হাসান করোনায় আক্রান্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ঢাকা মহানগর (উত্তর) বিএনপি