বগুড়ায় একদিনে সর্বোচ্চ ১৬১ জনের করোনা শনাক্ত
৮ জুন ২০২০ ০২:৫২
বগুড়া: বগুড়ায় ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৬১ জন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। ঢাকার বিভিন্ন ল্যাব ছাড়াও বগুড়ার দুইটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এ ফল পাওয়া গেছে। এদিকে, শেষ ২৪ ঘণ্টায় আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী মারা গেছেন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনায় মারা গেছেন সাত জন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ৩০ ও ৩১ মে বগুড়া থেকে ঢাকায় পাঠানো হয়েছিল ৫৫০টি নমুনা। এই ৫৫০ নমুনার ফল বগুড়া এসে পৌঁছায় রোববার (৭ জুন)। তাতে দেখা যায়, ১০২টি নমুনা করোনা পজিটিভ এসেছে।
আরও পড়ুন- বগুড়ায় ১০ দিনে আক্রান্তের সংখ্যা ৩ গুণ, ল্যাবে নমুনাজট
এছাড়া বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৮ নমুনার মধ্যে ৪১ জন ও টিএমএসএসে ৩৫ নমুনার মধ্যে ১৮ জন পজিটিভ আসেন। বগুড়ার এই ৫৯ ও ঢাকার ১০২টি মিলিয়ে জেলায় একদিনেই ১৬১ জন কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন। এর আগে একদিনে এত বেশি করোনা রোগী শনাক্ত হয়নি বগুড়ায়। আক্রান্তদের মধ্যে রয়েছে পাঁচটি শিশু। এছাড়া তিন জন চিকিৎসক ও একজন নার্স করোনা পজিটিভ হয়েছেন।
রোববার রাতে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় ১০২ জন করোনা পজিটিভ এসেছেন। তাদের উপজেলাভিত্তিক তথ্য পাওয়া যায়নি। বগুড়ার শনাক্ত ৫৯ জনের মধ্যে পুরুষ ৪২ জন, মহিলা ১২ জন, শিশু রয়েছে পাঁচটি। এদের মধ্যে সদরের আছেন ৪৩ জন, শাজাহানপুরের পাঁচ জন, গাবতলীর পাঁচ জন, শিবগঞ্জের চার জন ও নন্দীগ্রামের দুই জন।
ডেপুটি সিভিল সার্জন আরও জানান, এ নিয়ে বগুড়ায় মোট করোনায় আক্রান্ত হলন ৭৯০ জন। এর মধ্যে ৫৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন, মারা গেছেন সাত জন। বর্তমানে ৭৩০ জন চিকিৎসাধীন রয়েছেন। ডা. তুহিন করোনা সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থবিধি মেনে চলার আহ্বান জানান।
একদিনে সর্বোচ্চ শনাক্ত করোনা শনাক্ত করোনাভাইরাস করোনায় আক্রান্ত কোভিড রোগী কোভিড-১৯ বগুড়া