Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শ্রমিকরা সুদিনে মুনাফা এনেছে, দুর্দিনে তাদের দূরে ঠেলবেন না’


৮ জুন ২০২০ ১৬:২৫

ঢাকা: করোনা সংকটের মধ্যে কল-কারখানায় শ্রমিক ছাঁটাই বন্ধের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মালিকদের উদ্দেশে তিনি বলেন, ‘এই শ্রমিকরা সুদিনে আপনাদের মুনাফা এনে দিয়েছে। আজ দুর্দিনে তাদের দূরে ঠেলে দেবেন এটা হয় না। কাজেই ছাঁটাইয়ের মতো অসন্তোষ উদ্বেগকারী সিদ্ধান্তে না যাওয়ার আহ্বান জানাচ্ছি।’

সোমবার (৮ জুন) নিজের সরকারি বাসভবন থেকে ব্রিফিংকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন। এই সংকটকালে কল-কারখানা থেকে শ্রমিক ছাঁটাইয়ের খবর পাওয়া যাচ্ছে। এটা হবে মড়ার উপর খাঁড়ার ঘায়ের মতো বলেও মন্তব্য করেন তিনি।

বিজিএমইএসহ সংশ্লিষ্টদের উদ্দেশে সেতুমন্ত্রী বলেন, ‘আপনারা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করুন। বিষয়টি মানবিক দিক বিবেচনায় নিয়ে সমন্বয় করুন। অসহায় মানুষগুলো প্রতি ভালবাসা সহমর্মিতা, সহব্যথী হয়ে সিদ্ধান্ত নেবেন বলে আশা রাখছি। মনে রাখবেন এই শ্রমিকরা সুদিনে আপনাদের মুনাফা এনে দিয়েছে। আজ দুর্দিনে তাদের দূরে ঠেলে দেবেন এটা হয় না।’

করোনা পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘করোনা সংক্রমণ পরিস্থিতি ক্রম অবনতিশীল। এ অবস্থায় শেখ হাসিনা সরকার জনস্বার্থে এবং জনস্বাস্থ্য রক্ষায় কিছু পদক্ষেপ নিয়েছে এবং নিতে যাচ্ছে। সংক্রমিত ও সংক্রমণপ্রবণ এলাকা চিহ্নত করে শিগগিরই কিছু পদক্ষেপ ঘোষণা করা হবে।’ জনগণকে ধৈর্য্যের সঙ্গে সরকারি সিদ্ধান্ত কঠোরভাবে প্রতি পালনের আহ্বান জানান তিনি।

কাদের বলেন, ‘আর উদাসীনতা নয়, ক্ষণিকের অবহেলা পরিস্থিতিকে ভয়াবহ করে তুলছে। এখন থেকে সাবধান না হলে আগামী দিনগুলো আরও ভয়ংকর হতে পারে। হাসপাতাল ঘুরে চিকিৎসা না পেয়ে রোগী মারা যাওয়ার ঘটনা ঘটেছে। তাই করোনাযোদ্ধা ডাক্তারদের বিষয়টি মানিবক দৃষ্টিতে দেখতে আহ্বান করছি।’

গণপরিবহনে দূরপাল্লায় অভিযোগ না থাকলেও শহর এলাকায় ভাড়া বৃদ্ধির কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘মালিক-শ্রমিকদের পাশাপাশি যাত্রীদেরও এ বিষয়ে সচেতন হতে হবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই সংকটের মেঘ অচিরেই কেটে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

আওয়ামী লীগ ওবায়দুল কাদের শ্রমিক ছাঁটাই সড়ক পরিবহন


বিজ্ঞাপন
সর্বশেষ

আইভরি কোস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৪০

সম্পর্কিত খবর