Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভার্চুয়াল কোর্ট কাজে আসছে না, আদালত খোলার দাবি খন্দকার মাহবুবের


৮ জুন ২০২০ ১৭:৩৯

ঢাকা: অবিলম্বে দেশের সব আদালত খুলে দেওয়ার দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। সোমবার (৮ জুন) রাজধানীর বসুন্ধরায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে তিনি এ দাবি জানান।

সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘সত্যিকার অর্থে ভার্চুয়াল কোর্ট কোনো কাজে আসছে না। তাই আমি দাবি করবো অবিলম্বে সমস্ত আদালতগুলো খুলে দেওয়া হোক। প্রয়োজনে নির্দিষ্ট নীতিমালা দেওয়া হোক। কয়টি মামলা, কোন কোর্ট শুনবে, কি ধরনের শোনা হবে ইত্যাদি।’

বিজ্ঞাপন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক এই সভাপতি বলেন, ‘হাইকোর্টের কোর্ট রুম অনেক বড়। সেখানে দুই-তিনজন করে আইনজীবী থাকলে, আমি মনে করি সরকার যে উদ্দেশ্য কোর্ট বন্ধ রেখেছে সে উদ্দেশ্য ব্যহত হবে না। তবে হাইকোর্টে অনেক সংখ্যক বিচারপ্রার্থী যাতে না আসে সেটা নিশ্চিত করতে হবে। এটা সীমিত করতে হবে।’

করোনার এই ব্যধি কবে শেষ হবে তা কেউ বলতে পারে না তাই দীর্ঘদিন ধরে আদালত বন্ধ থাকতে পারে না। এতে বিচারপ্রার্থী এবং আইনজীবীরা ক্ষতিগ্রস্থ হচ্ছে। বিষয়টি বিবেচনা করে প্রধান বিচারপতি অবিলম্বে কোর্ট খুলে দেওয়ার ব্যবস্থার গ্রহণের দাবি জানান তিনি।

এদিকে ‘সাধারণ আইনজীবী’র ব্যানারে ‘ভার্চুয়াল কোর্ট নয়, স্বাভাবিক কোর্ট’ চেয়ে প্রতিবাদ সমাবেশ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। সোমবার সমিতির ভবনের দক্ষিণ হলে কোর্ট খুলে দেওয়া দাবিতে তারা এ প্রতিবাদ সভা করেন।

প্রসঙ্গত, করোনার কারণে গত ২৬ মার্চ থেকে দেশের সব আদালতের বিচার কাজ বন্ধ হয়ে যায়। এরপর গত ১১ মে থেকে ভার্চুয়াল কোর্ট শুরু হয়।

আইনজীবী আদালত খন্দকার মাহবুব ভার্চুয়াল কোর্ট

বিজ্ঞাপন

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর