আইসিটি বিভাগের ১৫১৭টি শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ
৮ জুন ২০২০ ১৮:২১
ঢাকা: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বিভিন্ন সংস্থা ও দফতরের ১ হাজার ৫১৭টি শূন্য পদে দ্রুত নিয়োগের জন্য নির্দেশ দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সোমবার (৮ জুন) রাজধানীর আইসিটি টাওয়ারে আইসিটি বিভাগের অনলাইন রেভিনিউ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন। আইসিটি বিভাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সভায় দেশের চাকরিপ্রার্থীদের জন্য ই-গভ জব পোর্টাল তৈরির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রতিমন্ত্রী প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া অর্থসাশ্রয়ী, হয়রানি মুক্ত এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ই-রিক্রুটমেন্ট ব্যবস্থা চালুর ওপর গুরুত্বারোপ করেন।
আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের মহাপরিচালক এ বি এম আরশাদ হোসেন, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, কন্ট্রোলার অব সার্টিফাইং অথরিটিজ’র নিয়ন্ত্রক আবু সাঈদ চৌধুরী, ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক মো. রেজাউল করিমসহ সংশ্লিষ্ট সব কর্মকর্তরা অনলাইন সভায় সংযুক্ত ছিলেন।