আহমেদ শফীর শারীরিক অবস্থার উন্নতি, মেডিকেল বোর্ড গঠন
৮ জুন ২০২০ ২০:৩১
ঢাকা: হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তার চিকিৎসায় গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড।
সোমবার (৮ জুন) সারাবাংলাকে এ সব তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ূন কবির।
তিনি বলেন, ‘৭ জুন যে অবস্থায় হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীকে হাসপাতালে আনা হয়েছে তার তুলনায় বর্তমানে উনি ভালো আছেন। তার অবস্থার উন্নতি হলেও তাকে পর্যবেক্ষণেই রাখা হচ্ছে। একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে ইতোমধ্যেই। তার শারীরিক বিভিন্ন পরীক্ষা করানো হয়েছে যার রিপোর্ট পর্যালোচনা করছেন চিকিৎসকরা।’
এর আগে, গত ১১ এপ্রিল বার্ধক্যজনিত শারীরিক বিভিন্ন সমস্যা নিয়ে হেফাজতে আমির ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি হন। সুস্থ হওয়ার পর ২৬ এপ্রিল তিনি চট্টগ্রামে ফেরেন।
ওই সময় চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে তার নমুনা পরীক্ষা করা হয়। তবে তিনি করোনা নেগেটিভ ছিলেন।