Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রস্তুত বেবিচক, সিদ্ধান্ত ১৪ জুন


৮ জুন ২০২০ ২২:১৭

ঢাকা: আড়াই মাসের বেশি সময় ধরে আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ রয়েছে। তবে বর্তমানে আন্তর্জাতিক ফ্লাইট চালাতে প্রস্তুত রয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তবে কবে থেকে আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালু হচ্ছে সেটি জানা যাবে আগামী ১৪ জুন, রোববার।

সোমবার (৮ জুন) রাতে আন্তর্জাতিক ফ্লাইট চালুর বিষয়ে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক সারাবাংলাকে বলেন, ‘আমরা চলতি মাসের তৃতীয় সপ্তাহে আন্তর্জাতিক রুটে ফ্লাইট শুরু করব। আর প্রথম ফ্লাইটটি যাবে লন্ডনে। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। এরপর অন্যান্য সংস্থা আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করবে। তবে কবে চালু সেটি আমরা ১৪ জুন সবাইকে জানিয়ে দেব।’

এদিকে আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান মো. মফিদুর রহমান সারাবাংলাকে বলেন, ‘আমরা আন্তর্জাতিক রুটে এখনই ফ্লাইট চালাতে প্রস্তুত আছি। কিন্তু এখানে অনেকগুলো সিদ্ধান্ত রয়েছে। তাই আলোচনা শেষে আমরা জানাবো ফ্লাইট চালু কবে হচ্ছে। তবে দ্রুতই হচ্ছে।’

বাংলাদেশ গত ২১ মার্চ প্রথমে ১০টি দেশের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে দেয় বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন। এরপর একের পর এক বিমান বন্ধের সময়সীমা বেড়েছে। সর্বশেষ ২৮মে বেবিচকের এক সিদ্ধান্তে ১ জুন থেকে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু হয়। তবে ২৮ মের সিদ্ধান্তে ১৫ জুন পর্যন্ত আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করা হয়। তবে বাংলাদেশের সঙ্গে প্রথম থেকেই চীনের সঙ্গে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে। একই সঙ্গে চাটার্ড ফ্লাইটও চালু রয়েছে।

টপ নিউজ ফ্লাইট বেবিচক


বিজ্ঞাপন
সর্বশেষ

‘তুফান’ আসছে হিন্দি ভাষায়
৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৪৯

সম্পর্কিত খবর