রামগড়ে ব্রিজ নির্মাণে অনিয়ম, দুর্ভোগে গ্রামবাসী
৮ জুন ২০২০ ২২:৫২
খাগড়াছড়ি: জেলার রামগড় উপজেলার ১নং রামগড় ইউনিয়নের খাগড়াবিল বাজারের পাশে লালছড়ি সংযোগ সড়কে ব্রিজ নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। বলা হচ্ছে, নকশাবর্হিভূতভাবে কাজ করা ছাড়াও নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে নির্মাণকাজে। ২ মাসের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও দীর্ঘ ৯ মাসেও তা শেষ না হওয়ায় দুর্ভোগে পড়েছেন কৃষক, মৌসুমী ফলবাগান মালিক-ব্যবসায়ীসহ হাজার হাজার গ্রামবাসী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের অর্থায়নে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় গ্রামীণ রাস্তায় সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্পে গত অর্থবছরের জুন প্রায় ৩৭ লাখ টাকা ব্যয়ে রামগড় ইউনিয়নে ৩টি ব্রিজ নির্মাণ কাজের টেন্ডার আহ্বান করা হয়। খাগড়াবিল-লালছড়ি তারমধ্যেই একটি। লটারির মাধ্যমে খাগড়াছড়ির ঠিকাদারি প্রতিষ্ঠান রানজনী এন্টারপ্রাইজ ব্রিজ নির্মাণের কার্যাদেশ পায়। কিন্তু কাজটি পাওয়ার পর ঠিকাদারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠে।
ব্রিজ নির্মাণ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান রানজনী এন্টারপ্রাইজের প্রোপাইটর বিকেন দেওয়ানের সাথে চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে সাব-ঠিকাদার ইলিয়াছ মুন্সি বলেন, ‘সর্বক্ষেত্রে বেট ও হিসেবনিকেশ শেষ করেই কাজটি করতে হচ্ছে। তাছাড়া সঠিক সময়ে নির্মাণ শ্রমিক না পাওয়ায় কাজ বিলম্বিত হচ্ছে।’
উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ ত্রিপুরা নির্মাণকাজ পরিদর্শনে এসে বলেন, ‘এলাকাবাসীর অভিযোগ পেয়ে ব্রিজটির নির্মাণকাজ পরিদর্শনে এসে অনেক অনিয়মের সত্যতা দেখেছি। উপজেলার এমন একটি গুরত্বপূর্ণ ব্রিজে অনিয়ম গ্রহণযোগ্য নয়। ব্রিজটি সিডিউল অনুযায়ী দ্রুত শেষ করতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মনসুর আলী বলেন, ‘আমি ব্রিজের নির্মাণ কাজ পরিদর্শন করেছি। কাজ দ্রুত শেষ করতে ঠিকাদারকে বলা হয়েছে। তবে অনিয়মের ব্যাপারে কোন ছাড় দেওয়া হবেনা এবং শতভাগ কাজ বুঝে নেওয়া হবে।’