Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চৌহালীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু


৯ জুন ২০২০ ০৩:৪০ | আপডেট: ৯ জুন ২০২০ ০৩:৪১

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদী ও পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৮ জুন) দুপুরে মানিকগঞ্জ জেলার দৌলতপুর এলাকার চরকাটারি এলাকা থেকে ইসমাইল হোসেন (৭) নামে এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করে স্বজনেরা। শিশু ইসমাইল দক্ষিণ খাষপুখুরিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।

অন্যদিকে রোববার (৭ জুন) দিবাগত মধ্যরাত পেরিয়ে উপজেলার দুর্গম চরাঞ্চল ঘোড়জান ইউনিয়নের কৈরট গ্রামে হাসান আলী (৬) নামে আরও এক শিশুকে নদী থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। হাসান আলী কৈরট গ্রামের আব্দুল ওহাবের ছেলে।

খাষপুখুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ সরকার জানান, বড় ভাইয়ের সঙ্গে বাড়ির পাশের যমুনা নদীতে গোসল করতে যায় ইসমাইল হোসেন। একপর্যায়ে ভাইয়ের অগোচরে পানিতে ডুবে পানির স্রোতে নিখোঁজ হয় সে। দিনভর খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। সোমবার দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকাটারি এলাকায় যমুনা নদী থেকে ভাসমান অবস্থায় ইসমাইলের মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে মৃত আরেক শিশু হাসান আলীর বাবা ওহাব আলী জানান, বাড়ি পাশের পুকুরে কাছে খেলাধুলা করার সময় সবার অজান্তে ডুবে যায় শিশু হাসান। অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পানিতে ডুবে শিশুর মৃত্যু শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর