করোনাকালে মসজিদ-মন্দির থেকে সচেতনতামূলক প্রচারণার নির্দেশনা
৯ জুন ২০২০ ১৪:৫৩
ঢাকা: করোনাভাইরাসের বিস্তার রোধে মসজিদ-মন্দিরসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয় থেকে সচেতনতামূলক প্রচার চালাতে দিক নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। সম্প্রতি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়, দেশে মহামারি করোনাভাইরাসের সংক্রমণের বিস্তার অব্যাহত রয়েছে। এই ভাইরাসের বিস্তাররোধে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠান নানাভাবে জনসচেতনামূলক প্রচারণা চালাচ্ছে। দেশের সব মসজিদ থেকে প্রতিদিন ও জুমা খুতবার সময় মসজিদের মাইকে এবং একইভাবে অন্যান্য ধর্মীয় উপাসনালয় থেকে করোনাভাইরাস সংক্রমণ রোধে করনীয় সম্পর্কে প্রচার করা গেলে জনগণ এ বিষয়ে আরও সচেতন হবে। সে লক্ষ্যে মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জাসহ সংশ্লিষ্ট কমিটি এবং প্রশাসনকে এ বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে আদেশে।
ধর্ম বিষয়ক উপ সচিব মো. সাখাওয়াৎ হোসেন স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে ১২ দফা নির্দেশনাও দেওয়া হয়েছে। এছাড়া করোনা মহামারি সংক্রমণ রোধে সরকারের নির্দেশিত বিধি নিষেধ এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা অবশ্যই অনুসরন করার কথা বলা হয়েছে।
করোনাভাইরাস ধর্ম মন্ত্রণালয় ধর্মীয় উপাসনালয় মসজিদ সচেতনতামূলক প্রচার