ঢাকা ব্যাংকের ধানমন্ডি শাখার ইনচার্জ আমিনুলের জামিন হয়নি
১০ জুন ২০২০ ০০:৪৮
ঢাকা: প্রায় ২২ কোটি টাকা অর্থ আত্মসাৎ মামলায় ঢাকা ব্যাংকের ধানমন্ডি শাখার ভিপি ও ইনচার্জ মো. আমিনুল ইসলামকে জামিন দেয়নি হাইকোর্ট। তবে তার জামিন আবেদন শুনানির জন্য নিয়মিত কোর্ট খোলার এক সপ্তাহ পর্যন্ত মূলতবি রাখা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শরিফ আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল কাজী শামসুন নাহার কনা। আর দুদকের পক্ষে ছিলেন আইনজীবী এ কে এম ফজলুল হক।
মামলার বিবরণে জানা যায়, আসামিরা একে অন্যের যোগসাজশে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ, ক্ষমতার অপব্যবহার, জাল রেকর্ডপত্র তৈরি করে প্রতারণার মাধ্যমে ভুয়া রফতানি দেখিয়ে ২৬টি রফতানি বিল ঢাকা ব্যাংক লিমিটেডের ধানমন্ডি শাখায় জমা দেন। পরে তারা ১৭টি বিলের বিপরীতে ২৬ কোটি ৮৫ লাখ ৯৮ হাজার ১২৬ টাকা উত্তোলন করেন। এর মধ্যে ৩টি বিলের মূল্যসহ ও চতুর্থ বিলের আংশিক মূল্য মোট পাঁচ কোটি ৬১ লাখ ১০ হাজার টাকা ব্যাংকে ফেরত দেন এবং অবশিষ্ট ১৪টি বিলের ২১ কোটি ২৪ লাখ ৯১ হাজার ৪৭১ টাকা ব্যাংকে ফেরত না দিয়ে আত্মসাৎ করেন।
এ ঘটনায় দুদকের সহকারী পরিচালক মো. ইকবাল হোসন সাতজনকে আসামি করে ২০১৮ সালের ২৩ ডিসেম্বর ধানমন্ডি থানায় মামলা দায়ের করেন। মামলাটি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তদন্তাধীন রয়েছে।
আসামি মো. আমিনুল ইসলাম ছাড়াও মামলার অন্য ছয় আসামি হলেন- সাইমেক্স লেদার প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান তালহা শাহরিয়ার আইয়ুব টি এস আইয়ুব, তার স্ত্রী পরিচালক তানিয়া রহমান, ঢাকা ব্যাংকের এভিপি ও সিপিসি সুলতানা ফাহমিদা, মেসার্স এস অ্যান্ড এস এজেন্সির মালিক বিভূতি ভূষণ বালা, মেসার্স জামান এন্টারপ্রাইজের মালিক শেখ আসাদুজ্জামান মিন্টু ও মেসার্স সাদাত এন্টারপ্রাইজের মালিক মো. আমিনুল ইসলাম।