Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটের হাসান ও হকার মার্কেট ১ সপ্তাহ বন্ধ রাখার নির্দেশ


১০ জুন ২০২০ ০১:২৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেট: করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের ঝুঁকি কমাতে সিলেটের হাসান ও হকার মার্কেট আগামী এক সপ্তাহ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার (৯ জুন) দুপুর মেয়র নিজেই ব্যবসায়ীদের অনুরোধ করে এই মার্কেট দুইটি বন্ধ রাখার নির্দেশ দেন।

মেয়র আরিফুল হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কোনো ব্যবসায়ী নির্দেশ অমান্য করেন, তার বিরুদ্ধে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে ব্যবস্থা নেওয়া হবে।

মার্কেটগুলোতে মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে উপস্থিত ছিলেন সিলেট করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রে ও পুলিশ দল। মার্কেট বন্ধ করার পর মেয়র সিটি করপোরেশনের পক্ষ থেকে এলাকায় জীবাণুনাশক স্প্রে প্রয়োগ করেন।

বিজ্ঞাপন

সিলেট সিলেট সিটি করপোরেশন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী হকার মার্কেট হাসান মার্কেট