বাপাউবো’র প্রধান প্রকৌশলীর দায়িত্বে মনজুর মোর্শেদ
১০ জুন ২০২০ ০১:৪০
ঢাকা: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) প্রধান প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ করেছেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ। মঙ্গলবার (৯ জুন) তিনি এই দায়িত্ব নেন।
প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে অধ্যয়ন শেষে ১৯৮৯ সালের এপ্রিল মাসে সহকারী প্রকৌশলী হিসেবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে যোগ দেন। এরপর উপবিভাগী প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দেশে প্রকৌশলীদের একমাত্র জাতীয় প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) সদর দফতরে একাধিকবার ভাইস প্রেসিডেন্ট, ঢাকা কেন্দ্রের ভাইস চেয়ারম্যান, কেন্দ্রীয় কাউন্সিল ও লোকাল কাউন্সিল সদস্য নির্বাচিত হয়েছেন। বর্তমানে তিনি আইইবি’র ২০১৮-১৯ মেয়াদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
আইইবি করোনাকালে বাংলাদেশের অর্থনীতি পানি উন্নয়ন বোর্ড প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ প্রধান প্রকৌশলী বাপাউবো