Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় করোনায় আরও ১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩


১০ জুন ২০২০ ১৪:২২

নওগাঁ: নওগাঁয় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল তিনজন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে চারজনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এদের মধ্যে তিনজন ইসলামী ব্যাংক নওগাঁ শাখার কর্মকর্তা। সেজন্য ওই শাখা লকডাউন করে দেওয়া হয়েছে।

বুধবার (১০ জুন) নওগাঁর সিভিল সার্জন ডা. আখতারুজ্জামান আলাল বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, যে ব্যক্তি মারা গেছেন তিনি শহরের বাঙ্গাবাড়িয়া এলাকার বাসিন্দা। তিনি ঢাকার মগবাজার এলাকায় একটি ব্যাংকের সিকিউিরিটি গার্ড হিসেবে চাকুরি করতেন। জ্বর-সর্দির নিয়ে তিনি গত ৫ জুন বাড়িতে আসেন। পরীক্ষার জন্য নমুনা দিয়ে হোম কোয়ারেনটাইনে ছিলেন তিনি। পরে অবস্থার অবনতি হলে ৮ জুন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানেই মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন।

নওগাঁ এ পর্যন্ত সর্বমোট ১৬৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে বলে জানান ডা. আখতারুজ্জামান।

করোনা নওগাঁ নতুন শনাক্ত মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর