Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জের ৩ এলাকার ‘লকডাউন’ প্রত্যাহার


১০ জুন ২০২০ ১৭:০২

নারায়ণগঞ্জ: করোনার হটস্পটখ্যাত নারায়ণগঞ্জ শহর ও শহরতলীর তিনটি এলাকার লকডাউন প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বুধবার (১০ জুন) দুপুরে লকডাউন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম।

এর আগে রোববার (৭ জুন) শহরের আমলাপাড়া, জামতলা ও ফতুল্লার রূপায়ন টাউনকে অধিক ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করে রেড জোন ঘোষণা করে লকডাউন দেওয়া হয়। জেলা স্বাস্থ্য বিভাগের পরামর্শক্রমে জেলা প্রশাসক এ লকডাউন ঘোষণা করেছিল।

বিজ্ঞাপন

পুলিশ সুপার জায়েদুল আলম জানান, মূলত যেসব স্থানে রেড জোন থাকবে সেখানেই আমরা লকডাউন কঠোরভাবে নিশ্চিত করব। এটা একটি পরীক্ষামূলক লকডাউন ছিল। আমরা আমাদের কার্যক্রমেরও একটি টেস্ট নিয়েছি। আমরা যেভাবে লকডাউন করব সেটাই পরীক্ষামূলকভাবে এখানে হয়েছে। এখন বিভিন্ন এলাকায় রেড জোন, ইয়োলো জোন ও গ্রিন জোন করা হবে। সেখানে কঠোরভাবে লকডাউন নিশ্চিত করা হবে।

নারায়ণগঞ্জ প্রত্যাহার লকডাউন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর