Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্রিড লাইনে ত্রুটি, উত্তরাঞ্চলের ৮ জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ


১১ জুন ২০২০ ০০:১৮

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৩২ কেভি গ্রীড লাইনে ত্রুটির কারণে ২২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে।

বুধবার (১০ জুন) সন্ধ্যার সাড়ে ৭টার দিকে গ্রিড লাইনে ত্রুটির কারণে হঠাৎ বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। এতে দেশের উত্তরাঞ্চলের ৮ জেলা, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদীসহ দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক এ এসএম সাজেদুর রহমান জানান, আশুগঞ্জ-সিরাজগঞ্জ ২৩২ কেভি গ্রিড লাইন ত্রুটি দেখা দিলে বিদ্যুৎকেন্দ্রের ২২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কম্বাইন্ড সাইকেল ইউনিটির উৎপাদন বন্ধ হয়ে যায়। এরপর ঘোড়াশাল ২০০০ কেভি গ্রিড লাইনে ত্রুটি দেখা দিয়েছে। এরইমধ্যে বন্ধ ইউনিট ও গ্রিড লাইনের ত্রুটি মেরামতের কাজ শুরু করে দিয়েছে স্থানীয় প্রকৌশলীরা। মেরামত কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।

উল্লেখ্য, দেশের বৃহত্তর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ। এ স্থানে সরকারি-বেসরকারি ১৫টি বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রতিদিন ১৫শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। উৎপাদিত বিদ্যুৎ দিয়ে দেশের ৩০ শতাংশের বেশি বিদ্যুতের চাহিদা পূরণ করা হয়।

গ্রিড লাইন জাতীয় গ্রিড বিদ্যুৎ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর