Thursday 31 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমের খাঁচিতে ফেনসিডিল: ২ মাদক বিক্রেতা কারাগারে


১১ জুন ২০২০ ০২:৪৬

ফাইল ছবি

ঢাকা: আমের খাঁচি থেকে ১৫০ বোতল ফেনসিডিল পাচারের করার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার দুই জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১০ জুন) শুনানি শেষে ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম এ আদেশ দেন। কারাগারে যাওয়া আসামিরা হলেন— সাদ্দাম হোসেন (২২) ও নাসিমা আক্তার (৩৫)।

এদিন আসামিদের আদালতে হাজির করে মোহাম্মদপুর থানায় দায়ের করা মামলায় প্রত্যেকের সাত দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত মঙ্গলবার (৯ জুন) বিকেলে রাজধানীর মোহাম্মদপুর থানার এফ ব্লক মাদরাসা রোডের আজিজ মহল্লায় অভিযান চালিয়ে এই দু’জনকে আটক করে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে বিশেষ কৌশলে আমের খাঁচিতে থাকা ১৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

কারাগারে পাঠানোর আদেশ ফেনসিডিল উদ্ধার মাদক বিক্রেতা

বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশের পরবর্তী অধিনায়ক কে?
৩১ অক্টোবর ২০২৪ ২৩:৩২

আরো

সম্পর্কিত খবর