Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামের সাংসদ মোছলেম উদ্দিন করোনা আক্রান্ত


১১ জুন ২০২০ ০৯:৪৬

চট্টগ্রাম ব্যুরো: বর্ষীয়ান রাজনীতিক এবং চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদ নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

একইসঙ্গে তার স্ত্রী-সন্তানসহ পরিবারের মোট আট সদস্য করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে মোছলেমের স্ত্রী, দুই মেয়ে, এক জামাতা এবং তিন নাতি আছেন। এছাড়াও, মোছলেম উদ্দিন আহমেদের বাসার দুই গৃহকর্মীও করোনায় আক্রান্ত হয়েছেন।

বিজ্ঞাপন

এদিকে, বুধবার (১০ জুন) চট্টগ্রামের সীতাকুণ্ডে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে।

এর আগে, মঙ্গলবার (৯ জুন) বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম নগরীর লালখান বাজারে ওই সাংসদের বাসা থেকে ১৫ জনের নমুনা সংগ্রহ করেন। এদের মধ্যে ১০ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে।

এ ব্যাপারে মোছলেম উদ্দিন আহমেদ সারাবাংলাকে বলেন, স্ত্রীসহ পরিবারের আটজন একসঙ্গে আক্রান্ত হয়েছি। তবে, কারও তেমন বেশি কোনো উপসর্গ নেই। শুধুমাত্র একদিন তার নিজের জ্বর ছিল, তা-ও মাত্র ৯৮ পয়েন্ট ৮৯। সবাই বাসায় আইসোলেশনে আছেন।

প্রসঙ্গত, ৭০ বছর বয়সী মোছলেম উদ্দিন আহমেদ একজন মুক্তিযোদ্ধা। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের সাংসদ হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান পরিবারের ১১ সদস্যসহ করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার (১০ জুন) পর্যন্ত চট্টগ্রাম জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চার হাজার ৩৯১ জন।

বিজ্ঞাপন

করোনা আক্রান্ত চট্টগ্রাম-৮ আসন নভেল করোনাভাইরাস মোছলেম উদ্দিন আহমেদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর