Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার সুস্থ আছেন অর্থমন্ত্রী, বিকেলে বাজেট পেশ


১১ জুন ২০২০ ১৩:১৩

ফাইল ছবি: আ হ ম মুস্তফা কামাল

ঢাকা: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় ২০১৯-২০ অর্থবছরের পুরো বাজেট উপস্থাপন করতে পারেননি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। পরে অর্থমন্ত্রীর অনুরোধে বাজেট পড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল পুরোপুরি সুস্থ আছেন বলে নিশ্চিত করেছে অর্থমন্ত্রণালয়ের জনসংযোগ শাখা।

বৃহস্পতিবার (১১ জুন) অর্থমন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল পুরোপুরি সুস্থ আছেন। বিকেলে তিনি জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করবেন।’

বিজ্ঞাপন

‘অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথপরিক্রমা’ শিরোনামে ২০২০-২১ অর্থবছরের বাজেট আজ বিকালে জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অর্থমন্ত্রী হিসাবে হিসেবে এটি হবে তার হবে দ্বিতীয় বাজেট। এর আগে তিনি ২০১৯ সালের ১৩ জুন প্রথমবারের মতো জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন তিনি।

সূত্র জানায়, ২০১৯ সালের বাজেট পেশ করার এক সপ্তাহে আগে অর্থমন্ত্রী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। পরে গত বছরের ১০ জুন তিনি ঢাকার অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন। ১২ জুন হাসপাতাল থেকে তিনি বাজেট অধিবেশনে যোগ দিনে পুনরায় হাসপাতালে ফিরে। গত ১৩ জুন বাজেট উপস্থাপনের জন্য ওইদিন দুপুরে সংসদ অধিবেশনে যোগ দেন তিনি। কিন্তু কিছুক্ষণ বাজেট উপস্থাপনের পর অর্থমন্ত্রী অসুস্থ হয়ে পড়লে তার পক্ষে প্রধানমন্ত্রী বাজেট পড়েন। এমনকি ১৪ জুন বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনেও অর্ধমন্ত্রী উপস্থিত থাকতে পারেননি। অর্থমন্ত্রীর পরিবর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এদিকে গত বছরের ২৫ জুলাই অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এশীয় উন্নয়ন ব্যাংক আয়োজিত দুদিনব্যাপী গুড প্রোজেক্ট ইমপ্লিমেন্ট ফোরামের সেমিনারে নিজের ডেঙ্গু জ্বরের অভিজ্ঞতার কথা বর্ণনা করেন।

অর্থমন্ত্রী ওইদিন গণমাধ্যমকে বলেন, ‘গত ১৩ জুন প্রস্তাবিত বাজেট উত্থাপন করি। কিন্তু সেদিনটি ছিল আমার জীবনের চরম কষ্টের দিন। কারণ এর তিনদিন আগে (১০ জুন) ডেঙ্গু জ্বরের কারণে হাসপাতালে ভর্তি হই। ডেঙ্গুর যন্ত্রণা কী আমি বুঝি, আল্লাহ যেন কারও ডেঙ্গু না দেয়।’

তিনি বলেন, ‘ডেঙ্গুর ভয়াবহতা আমি বুঝি। এর যন্ত্রণাও বুঝি। চিকুনগুনিয়ার পরই আমি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছি। এ অসুস্থতা নিয়েই ১৩ জুন সংসদে আসি। আমার বিশ্বাস ছিল, প্রস্তাবিত বাজেটটি উপস্থাপন করতে পারব। আমি যা ভেবেছিলাম বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। বাজেট অধিবেশন শুরুর আগে যখন সংসদে প্রবেশ করি তখন থেকে পরবর্তী ৭-৮ মিনিট আমি সম্পূর্ণভাবে ব্ল্যাংক ছিলাম।’

অর্থমন্ত্রী আরও বলেন, ‘আমার কোনো কিছুই মনে পড়ে না। আমি কোনো রকমে আমার আসনে বসলাম। তখন আমার কেবল মনে হচ্ছিল প্রবল এক ভূমিকম্প পৃথিবীতে আঘাত হেনেছে। সেই ভূমিকম্পের কারণেই যেন ক্ষণে ক্ষণে আমার কম্পন হচ্ছিল। আমার মনে হচ্ছিল সিট থেকে পড়ে যাচ্ছি। আমি তখন মনে মনে দোয়া পড়তে শুরু করলাম।’

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেট ২০২০-২১ সুস্থ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর