Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিলিপাইন থেকে ফিরল ২৩ বাংলাদেশি


১১ জুন ২০২০ ১৪:০৬

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ রোধে লকডাউনের কারণে ফিলিপাইনে আটকে পড়া ২৩ বাংলাদেশি দেশে ফিরেছেন। এদের মধ্যে ১৭ জন শিক্ষার্থী এবং পাঁচজন পর্যটক রয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে ফিলিপাইন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে ঢাকায় পৌঁছান তারা। ফিলিপাইনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ থেকে ফিলিপাইন নাগরিকদের ফিরিয়ে নিতে ঢাকায় অবস্থিত ফিলিপাইন দূতাবাস একটি বিশেষ বিমানের ব্যবস্থা করে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ফিলিপাইনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের অনুরোধে ঢাকাস্থ ফিলিপাইন দূতাবাস তাদের দেশে আটকে পরা বাংলাদেশিদের ফিরিয়ে আনতে সম্মত হয়।

পর্যটক ফিরল ফিলিপাইন বাংলাদেশ শিক্ষার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর