Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভিডিওতে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব অর্থমন্ত্রীর


১১ জুন ২০২০ ১৬:০১ | আপডেট: ১১ জুন ২০২০ ১৬:২০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের বাজেট সংসদে উত্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। করোনাভাইরাস পরিস্থিতির কারণে প্রায় এক-তৃতীয়াং সংসদ সদস্যের উপস্থিতিতে ভিডিও কনটেন্টের মাধ্যমে তিনি সংক্ষিপ্ত আকারে বাজেট উত্থাপন করেন।

এবারের বাজেটের আকার ধরা হয়েছে ৫ লাখ ৬৮ হাজার টাকা। অর্থমন্ত্রী বলেন, বাজেটে করোনাভাইরাসের অভিঘাত মোকাবিলায় স্বাস্থ্য ও কৃষি খাতে গুরুত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টার দিকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়।

রাষ্ট্রপতির অনুস্বাক্ষরের পর স্পিকারের কাছে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপনের অনুমতি প্রার্থনা করেন অর্থমন্ত্রী। স্পিকার অনুমতি দিলে তিনি বাজেটের চুম্বক অংশ ভিডিও আকারে সংসদে উত্থাপন করেন।

বিজ্ঞাপন

ভিডিও শেষ হলে আল্লাহ’র কাছে করোনাভাইরাস সংকট থেকে বিশ্বকে রক্ষা করার দোয়া করে অর্থমন্ত্রী বাজেট বক্তৃতা শেষ করেন।

পরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অর্থমন্ত্রীর ইচ্ছা অনুসারে বাকি বাজেট বক্তৃতা সংসদে পঠিত হিসেবে গণ্য হয়েছে বলে উল্লেখ করেন। এর পরপরই বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে রোববার (১৪ জুন) সকাল ১১টা পর্যন্ত সংসদ মুলতবি ঘোষণা করেন তিনি।

এর আগে, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ১০ জন মন্ত্রীর উপস্থিতিতে এই বৈঠকে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়।

২০২০-২১ অর্থবছরের বাজেট টপ নিউজ বাজেট ভিডিও’তে বাজেট উপস্থাপন সংসদে বাজেট প্রস্তাব