বাজেটে স্বর্ণ আমদানির ওপর ভ্যাট প্রত্যাহার
১১ জুন ২০২০ ১৬:২৪
ঢাকা: ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে। আর প্রস্তাবিত বাজেটে স্বর্ণ আমদানির ওপর যে ১৫ শতাংশ ভ্যাট ছিল সেটা প্রত্যাহার করারও সুপারিশ করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এবারের বাজেটের আকার ধরা হয়েছে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা।
প্রস্তবিত বাজেটে বলা হয়েছে, ২০১৮ সালে স্বর্ণ নীতিমালা করা হয়। স্বর্ণ আমদানিতে করভার বেশি থাকার ফলে দেশে বৈধভাবে কোনো স্বর্ণ আমদানি হয়নি। অবৈধ পথে স্বর্ণ আমদানি নিরুৎসাহিত করা এবং অথরাইজড ডিলারদের মাধ্যমে বৈধ পথে স্বর্ণ আমদানিতে উৎসাহিত করার লক্ষ্যে স্বর্ণ আমদানির ওপর বিদ্যমান ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে।