করোনা মোকাবিলায় স্বাস্থ্য উপকরণে মূসক ছাড়
১১ জুন ২০২০ ১৮:২৫
ঢাকা: নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে স্বাস্থ্যখাতকে অগ্রাধিকার দিয়ে করা হয়েছে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট। যার শিরোনাম ‘অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যত পথ পরিক্রমা‘। আর তাই আগামী বছর করোনাভাইরাসসহ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ১০ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। স্বাস্থ্যসেবা খাতের উপকরণ হ্যান্ডগ্লাভস, মাস্ক, পিপিই, ওষুধ এবং আইসিইউ যন্ত্রপাতির দাম কমছে এবারের বাজেটে।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ প্রস্তাব করেন।
অর্থমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই), সার্জিক্যাল মাস্ক ও ফেস মাস্ক উৎপাদন এবং ব্যবসায়ী পর্যায়ে মূসক অব্যাহতি দেওয়া হয়েছে।‘
কোভিড-১৯ নিরোধক ওষুধের ক্ষেত্রেও উল্লিখিত তিন পর্যায়ে মূসক অব্যাহতির প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। অন্যদিকে মেডিটেশন সেবায় সরকার আগেই মূসক অব্যাহতি দিয়েছে। এবারের বাজেটে সেটা অব্যাহত রাখার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী।
এছাড়াও আগামী ২০২০–২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মহামারি কোভিড-১৯ মোকাবিলায় পরীক্ষা কিট আমদানি, উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে মূসক অব্যাহতির প্রস্তাব দেওয়া হয়েছে।
এদিন দেশের ২০২০-২১ অর্থবছরের জন্য ঘোষিত জাতীয় বাজেটে স্বাস্থ্যখাতে মোট ৪১ হাজার ২৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। যা জিডিপির ১.৩ শতাংশ এবং মোট বাজেট বরাদ্দের ৭.২ শতাংশ।