Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথমবার অনলাইনে কর দিলে ২ হাজার টাকা রেয়াত


১১ জুন ২০২০ ২২:২১

ঢাকা: যে সকল করদাতা প্রথমবার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করবেন তাদের ২ হাজার টাকা করে কর রেয়াত প্রদান করা হবে বলে বলা হয়েছে বাজেট প্রস্তাবনায়।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার এই বাজেট প্রস্তাব করেন।

প্রস্তাবনায় তিনি বলেন, আয়কর বিভাগের ডিজিটাল ট্রান্সফরমেশনের ওপর আমরা সর্বাধিক গুরুত্ব আরোপ করছি। আমি আশা করি, দ্রুততম সময়ের মধ্যে আয়কর বিভাগের ট্রান্সফরমেশন সম্পন্ন করতে আমরা সক্ষম হবো এবং এর ফলে করদাতারা অতি সহজে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল ও কর প্রদান করতে পারবে।

তিনি আরও বলেন, অনলাইনে আয়কর রিটার্ন দাখিল এবং কর প্রদানের বিষয়টিকে জনপ্রিয় করার জন্য যে সকল করদাতা প্রথমবারের মতো অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করবে তাদেরকে ২ হাজার টাকা কর রেয়াত প্রদান করা হবে। আমি আশা করি, করদাতাগণ কর রেয়াতের এই সুযোগ গ্রহণ করে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে উৎসাহিত হবেন। যা আয়কর বিভাগে ডিজিটাল ট্রান্সফরমেশন প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে।

আয়কর কর বাজেট রেয়াত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর