ব্যাংকে ১০ লাখের বেশি টাকা থাকলে অতিরিক্ত শুল্ক
১১ জুন ২০২০ ২৩:৩৪
ঢাকা: ব্যাংকে ১০ লাখের বেশি টাকা জমা থাকলে অতিরিক্ত আবগারি শুল্ক গুণতে হবে গ্রাহকদের। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে উত্থাপিত ২০২০-২১ অর্থবছরের বাজেটে এমন প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ব্যাংক হিসাবের স্থিতির উপর আবগারি শুল্কের হার নিম্নোক্তভাবে পরিবর্তনের প্রস্তাব করছি। ১০ লাখ টাকা থেকে ১ কোটি টাকা পর্যন্ত ২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার টাকা, ১ কোটি তদুর্ধ্ব থেকে ৫ কোটি পর্যন্ত ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৫ হাজার টাকা ও ৫ কোটির ঊর্ধ্বে ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪০ হাজার টাকা করার প্রস্তাব করছি।
তবে ১০ লাখ টাকা পর্যন্ত ব্যাংক হিসাবের স্থিতি থাকলে সেক্ষেত্রে প্রযোজ্য আবগারী শুল্কের হার বাড়ানো হয়নি।