Friday 01 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোবাইল ফোন উৎপাদনে আরও এক বছর ভ্যাট নেই 


১২ জুন ২০২০ ০০:৫২

ঢাকা: দেশে মোবাইল ফোন উৎপাদনে আরও এক বছর ভ্যাট অব্যাহতির প্রস্তাব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সংসদে উত্থাপিত ২০২০-২১ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ প্রস্তাব দেন।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, স্থানীয় পর্যায়ে মোবাইল সেট উৎপাদনের উপর মূসক অব্যাহতি এবং সংযোজন খাতে ৫ শতাংশ হারে মূসক বিদ্যমান আছে। উক্ত অব্যাহতির মেয়াদ ২০২০ সালের ৩০ জুন শেষ হবে। দ্রুত বর্ধনশীল এ খাতের সম্প্রসারণের লক্ষ্যে উক্ত সুবিধা আরও এক বছর বৃদ্ধির প্রস্তাব করছি।

বিজ্ঞাপন

অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় আরও বলেন, আইসিটি খাতে অন্যতম অনুষজ্ঞ সেলুলার ফোন উৎপাদন ও সংযোজন শিল্পে রেয়াতি সুবিধা প্রদানের কারণে স্থানীয় পর্যায়ে বেশ কয়েকটি সেলুলার ফোন উৎপাদন ও সংযোজনকারী শিল্প গড়ে উঠেছে। সেলুলার ফোন উৎপাদন ও উৎসাহিত করা ও সংযোজন শিল্প প্রসারে উক্ত  শিল্পের কাঁচামাল আমদানিতে বিদ্যমান রেয়াতি সুবিধা আরও বিনিয়োগ বান্ধব ও যৌক্তিকীকারণ করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া এ শিল্পের প্রতিরক্ষণ এবং আমদানি পর্যায়ে সঠিক মূল্য নিশ্চিতকরণের মাধ্যমে যথাযথ রাজস্ব আহরণের লক্ষ্যে সেলুলার ফোনের নূন্যতম মূল্য নির্ধারণের প্রস্তাব করছি।

মোবাইল ফোন উৎপাদনে ভ্যাট অব্যাহতি

বিজ্ঞাপন
সর্বশেষ

দীপাবলির প্রদীপে আশার আলো | ছবি
১ নভেম্বর ২০২৪ ০২:৫৫

জাপা অফিসে লুটপাটের অভিযোগ
১ নভেম্বর ২০২৪ ০০:১৬

আরো

সম্পর্কিত খবর