Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় আক্রান্ত হৃদরোগ ইনস্টিটিউটের সার্জন ডা. সিয়াম


১২ জুন ২০২০ ০১:১৫ | আপডেট: ১২ জুন ২০২০ ০১:১৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিভিডি) সহযোগী অধ্যাপক ও আবাসিক সার্জন ডা. আশরাফুল হক সিয়াম। বুধবার (১০ জুন) তার কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের তরুণ এই কার্ডিয়াক সার্জনের চিকিৎসার খোঁজখবর রাখছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১১ জুন) ডা. সিয়াম নিজেই সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কোভিড-১৯ পরিস্থিতিতেও আমাদের হাসপাতালে আমরা রোগীদের সেবা দিয়ে আসছিলাম। আর তাই হাসপাতাল থেকে সংক্রমিত হওয়া খুবই স্বাভাবিক। বর্তমানে অক্সিজেন স্যাচুরেশন একটু কমে গেছে। তাই অক্সিজেন নিতে হচ্ছে। তবে এখনো বাসায় হোম আইসোলেশনে আছি। দেশবাসীর কাছে দোয়া চাই, যেন খুব দ্রুত সুস্থ হয়ে হাসপাতালে রোগীদের সেবায় ফিরে যেতে পারি।

বিজ্ঞাপন

ডা. আশরাফুল হক সিয়াম আরও বলেন, প্রধানমন্ত্রী সর্বোচ্চভাবে কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছেন। তিনি চিকিৎসকদের পাশে আছেন। আমার সংক্রমণের তথ্যও তিনি জেনেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তাই সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।

উপমহাদেশের সবচেয়ে কম বয়সী কার্ডিয়াক সার্জন ডা. আশরাফুল হক সিয়াম কার্ডিয়াক সার্জন্স সোসাইটি অব বাংলাদেশের (সিএসএসবি) সাধারণ সম্পাদক। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে প্রথমবারের মতো পাঁজরের হাড় না কেটে (এমআইসিএস পদ্ধতিতে) সফলভাবে হৃদযন্ত্রের অস্ত্রোপচার করা হয় তার নেতৃত্বে। পরবর্তী সময়ে পাঁজরের হাড় ও পা না কেটে বাংলাদেশে প্রথমবারের মতো বাইপাস সার্জারির নেতৃত্বও দেন তিনি।

করোনাভাইরাসে আক্রান্ত করোনায় আক্রান্ত কার্ডিয়াক সার্জন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল টপ নিউজ ডা. আশরাফুল হক সিয়াম ডা. সিয়াম হৃদরোগ ইনস্টিটিউট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর