Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসপাতালের ওষুধ পাচারের অভিযোগে সিনিয়র স্টাফ নার্স কারাগারে 


১২ জুন ২০২০ ০২:১৯
ঢাকা: শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সিনিয়র স্টাফ নার্স তপন কুমার বিশ্বাসকে সরকারি ওষুধ পাচার করার অভিযোগের মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১১ জুন) শুনানি শেষে  ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ এ আদেশ দেন।

এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই আব্বাস আলী আসামিকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড আবেদন করেন।  অপরদিকে আসামিপক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের প্রার্থনা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিজ্ঞাপন

এর আগে গত মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যার দিকে ইনস্টিটিউটের সামনে থেকে তপনকে আটক করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের পুলিশ বক্সে সোপর্দ করে এনএসআই।

গত মঙ্গলবার সন্ধ্যার দিকে এনএসআই তাকে হাসপাতালের সরকারি ওষুধসহ ইনস্টিটিউটের সামনে থেকে আটক করে। তার কাছ থেকে প্রায় ৩০ হাজার টাকার গুরুত্বপূর্ণ ইনজেকশন উদ্ধার করা হয়। তপন দীর্ঘদিন ধরে ওষুধ পাচার করে আসছেন। গোয়েন্দা সংস্থা অনেক দিন ধরেই তাকে ধরার চেষ্টা করছিল।

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর