‘করমুক্ত আয়সীমা সাড়ে ৩ লাখ করায় লাভবান হবে নারী উদ্যোক্তারা’
১২ জুন ২০২০ ০৪:২৫
ঢাকা: করমুক্ত আয়সীমা সাড়ে ৩ লাখ টাকা করায় নারী উদ্যোক্তারা লাভবান হবে বলে মনে করে উইমেন অন্ট্রাপ্রেনিয়ার্স নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (ওয়েন্ড)। বৃহস্পতিবার (১১ জুন) বাজেট পরবর্তী এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে তাদের দাবি, নারীদের জন্যে করমুক্ত আয়সীমা যেন পাঁচ লাখ টাকা করা হয়।
বিজ্ঞপ্তিতে ওয়েন্ডের প্রেসিডেন্ট ড. নাদিয়া বিনতে আমিন বলেন, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে এবং জীবন ও জীবিকা নিশ্চিতে প্রস্তাবিত বাজেট গণমুখী ও সময়োপযোগী। নারী উদ্যোক্তাদের করমুক্ত আয়সীমা ৩ লাখ থেকে ৩ লাখ ৫০ হাজার টাকায় উন্নীত করায় নারী উদ্যোক্তারা বিশেষভাবে লাভবান হবে। ওয়েন্ডের পক্ষ থেকে করমুক্ত আয়সীমা নারী উদ্যোক্তাদের জন্য বাড়িয়ে ৫ লাখ টাকা করার প্রস্তাব ছিল। এ বিষয়ে আশা করি ইতিবাচক পদক্ষেপ নেওয়া হবে।
এছাড়াও ব্যাক্তিগত করহার ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা এবং করপোরেট করহার কমাতে অর্থমন্ত্রীর প্রস্তাবকেও ওয়েন্ড সাধুবাদ জানিয়েছে।
২০২০-২০২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপনের জন্য অর্থমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে নাদিয়া বিনতে আমিন বলেন, বাজেট বক্তব্য থেকে সুষ্পষ্ট নয়, নারী উদ্যোক্তাদের পরিচালিত প্রতিষ্ঠানের কাঁচামাল আমদানি শুল্ক কমাতে ওয়েন্ডের প্রস্তাবনা আদৌ বিবেচনা করা হয়েছে কি না। নারী উদ্যোক্তাদের বাৎসরিক টার্নওভার ৫০ লাখ থেকে তিন কোটি টাকা পর্যন্ত ভ্যাট মওকুফ করে চার শতাংশ হারে টার্নওভার ট্যাক্স নির্ধারণ করার বিষয়টিও স্পষ্ট নয়। আমরা আশাবাদী, চূড়ান্ত বাজেটে এ বিষয়টি যথাযথভাবে বিবেচনা করা হবে।
নাদিয়া বিনতে আমিন বলেন, দেশের জিডিপি’র ২৫ শতাংশ অবদান রাখে এসএমই খাত। এসএমই খাতের সিংহভাগই নারী উদ্যোক্তা। সুতরাং নারী উদ্যোক্তা বাঁচলে দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে। আমরা অতীতেও দেখেছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নের স্বপ্ন দেখেন এবং তাদের ক্ষমতায়নকে ত্বরান্বিত করেছেন। আমরা আশা করি, করোনার এই ক্রান্তিকালে ওয়েন্ডের দাবি-দাওয়াগুলো সহানুভূতির সঙ্গে তিনি বিবেচনা করবেন। এই সংকটকাল উত্তরণে নারী উদ্যোক্তাদের পাশে দাঁড়াবেন এবং এই প্রস্তাবিত বাজেটে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।
৩ লাখ থেকে সাড়ে ৩ লাখ উইমেন অন্ট্রাপ্রেনিয়ার্স নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন ওয়েন্ড করমুক্ত আয়সীমা করসীমা নারী উদ্যোক্তা