Wednesday 05 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে প্রথম কৃষি অলিম্পিয়াড জুলাইয়ে


১২ জুন ২০২০ ০৪:২৩ | আপডেট: ১২ জুন ২০২০ ০৪:২৪
ঢাকা: দেশে প্রথমবারের মতো অনলাইনভিত্তিক কৃষি অলিম্পিয়াড ‘এগ্রিকালচারাল অলিম্পিয়াড -২০২০’ অনুষ্ঠিত হবে জুলাই মাসের ১ ও ২ তারিখে। আয়োজন করেছে ইয়ুথ অর্গানাইজেশন ‘পায়োনিয়ার হাব’। করোনা মহামারীর কারণে এবারের এই প্রতিযোগিতা অনলাইনভিত্তিক হলেও পরেরবার থেকে অন্যান্য অলিম্পিয়াডের মতো ভেন্যুভিত্তিক হবে।
৮ জুন থেকে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডীন অধ্যাপক আবুল হাশেম সারাবাংলাকে জানান, ‘শিক্ষার্থীদের উদ্যোগে এত বড় আয়োজন করায় আমি খুশি। তবে করোনা পরিস্থিতিতে অনলাইনে পরীক্ষা নেয়াই যথার্থ হবে। পরবর্তীতে আরো সংগঠিত প্রতিযোগিতা পাব আমরা।’
পদার্থ বিজ্ঞান, গণিত, জীববিজ্ঞান অলিম্পিয়াড থাকলেও কৃষি প্রধান দেশে কৃষি শিক্ষার ওপর আগ্রহ বৃদ্ধিতে নেই অলিম্পিয়াডের মতো কোনো আয়োজন। এই উদ্যোগে সার্বিক সহযোগিতায় রয়েছে বাংলাদেশ এনিম্যাল হাজবেন্ড্রি সোসাইটি।
কৃষি অলিম্পিয়াডের মুল পরিকল্পনাকারী আতিকুর রহমান আসিফ সারাবাংলাকে জানান, দেশে কৃষিভিত্তিক পড়াশোনার গুরুত্ব উপলব্ধি করার জন্যই মূলত কৃষি অলিম্পিয়াডের আয়োজন।  অনেকেই কৃষি বিশ্ববিদ্যালয় বা কৃষি সংক্রান্ত বিষয়ে পড়াশোনায় আগ্রহী থাকে না। অথচ বাংলাদেশের প্রেক্ষিতে কৃষি সবচেয়ে প্রয়োজনীয় বিষয়।
কৃষি অলিম্পিয়াড দুই রাউন্ডে আয়োজন করা হবে বলে তিনি জানান, প্রথমবার দেশের স্নাতক শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করলেও পরবর্তীতে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতকোত্তর পর্যায়েও আয়োজন করা হবে। আটটি ক্যাটাগরিতে নেয়া এই অলিম্পিয়াডের রেজিস্ট্রেশনে পাওয়া অর্থের বেশিরভাগ ব্যয় করা হবে করোনাকালে আর্থিকভাবে অসচ্ছল হয়ে পড়া শিক্ষার্থী ও দুস্থদের সাহায্যার্থে।

বিজ্ঞাপন

কৃষি অলিম্পিয়াড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর