Monday 21 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ট্রাফিক সার্জেন্টের মৃত্যু


১২ জুন ২০২০ ১২:২৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগে কর্মরত সার্জেন্ট মাহবুবুর রহমানের মৃত্যু হয়েছে। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না জানতে নমুনা সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) রাত ১০ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত মাহবুবুর রহমান (৪৮) সিএমপির ট্রাফিক বিভাগের উত্তর জোনে কর্মরত ছিলেন। তার বাড়ি পাবনা জেলার সাথিয়া উপজেলার বনগ্রামে।

বিজ্ঞাপন

এ ব্যাপারে সিএমপির উপ-কমিশনার (ট্রাফিক-উত্তর) মোহাম্মদ শহীদুল্লাহ সারাবাংলাকে বলেন, ‘হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সার্জেন্ট মাহবুবুরকে বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। তার স্ট্রোক হয়েছিল বলে ডাক্তার জানিয়েছেন। করোনার কোনো উপসর্গ ছিল কি না জানতে পারিনি। এরপরও হঠাৎ মৃত্যু হওয়ায় আমাদের সন্দেহ হচ্ছে। সেজন্য নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।’

প্রসঙ্গত, মাহবুবুর রহমান ১৯৯৯ সালে পুলিশ বাহিনীতে সার্জেন্ট পদে যোগ দেন। তিনি ডিএমপি, হাইওয়ে রেঞ্জ, সিলেট জেলায় এবং সর্বশেষ সিএমপিতে দায়িত্ব পালন করেছেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ টপ নিউজ ট্রাফিক সার্জেন্ট মৃত্যু

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর