Wednesday 16 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভার্চুয়াল আদালতে ২০ দিনে ৩৩ হাজার ১৫৫ জনের জামিন


১২ জুন ২০২০ ১৬:১৬

ঢাকা: সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুসারে সারাদেশের সব অধস্তন ভার্চুয়াল আদালতে ২০ কার্যদিবসে ৩৩ হাজার ১৫৫ জনের জামিন মঞ্জুর হয়েছে। শুক্রবার (১২ জুন) সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

সারাদেশে ভার্চুয়াল আদালতের কার্যক্রম শুরুর দিন থেকে থেকে ১১ জুন পর্যন্ত মোট ২০ কার্য দিবসে ৬০ হাজার ৩৮৯টি জামিন আবেদনের শুনানি হয়েছে। এর মধ্যে ৩৩ হাজার ১৫৫ আসামির জামিন দিয়েছেন ভার্চুয়াল আদালত।

বিজ্ঞাপন

এছাড়া ২০ কার্য দিবসে ভার্চুয়াল আদালতের মাধ্যমে ৪৮৯ জন শিশু জামিন পেয়েছে। এরই মধ্যে ৪৬০ জন শিশুকে তাদের অভিভাবকের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।

গত ১০ মে নিম্ন আদালতের ভার্চুয়াল কোর্টে শুধু জামিন শুনানি করতে নির্দেশ দেন সুপ্রিম কোর্ট প্রশাসন। এছাড়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি চেম্বার আদালত এবং হাইকোর্ট বিভাগে চারটি ভার্চুয়াল বেঞ্চ গঠন করা হয়। এরপর থেকে নিম্ন আদালতে ভার্চুয়াল কোর্টে জামিন শুনানি শুরু হয়।

জামিন ভার্চুয়াল আদালত সুপ্রিম কোর্ট

বিজ্ঞাপন

জলকেলিতে মাতোয়ারা পাহাড়িরা
১৭ এপ্রিল ২০২৫ ০০:৩১

আরো

সম্পর্কিত খবর