Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেসরকারি হাসপাতালের লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি তথ্যমন্ত্রীর


১২ জুন ২০২০ ২০:৩৬

চট্টগ্রাম ব্যুরো: করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে চিকিৎসা না দেওয়া হাসপাতালগুলোয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এসব প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শুক্রবার (১২ জুন) বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউজে একটি বেসরকারি প্রতিষ্ঠানের অক্সিজেন সিলিণ্ডার বিতরণ অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এসব কথা জানান। চট্টগ্রাম বন্দরে নিয়োজিত বেসরকারি বার্থ অপারেটর সাইফ পাওয়ারটেক লিমিটেড কোভিড-১৯ মোকাবেলায় ১০০ সিলিন্ডার বিতরণ করেছে।

বিজ্ঞাপন

অনুষ্ঠান শেষে চট্টগ্রামের বেসরকারি হাসপাতালগুলোর চিকিৎসা না দেওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘রোগী ফেরত দেওয়া কখনোই সমর্থনযোগ্য নয়। যেসব প্রতিষ্ঠান এভাবে রোগী ফেরত দিচ্ছে, তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করবে। হয়তো তারা মনে করছেন সরকার তাকিয়ে আছে, সরকার এটি ধর্তব্যের মধ্যে নিচ্ছে না। কিন্তু সময়মতো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। শনিবার থেকে প্রশাসন মোবাইল কোর্ট শুরু করবে। প্রয়োজনে তাদের লাইসেন্সও বাতিল হবে।’

দেশে আইসিইউ সংকট নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘পৃথিবী জুড়েই আইসিইউ সঙ্কট আছে। ইতালি-আমেরিকার মতো দেশে বহু বয়স্ক মানুষকে আইসিইউ সেবা দিতে না পারার কারণে মৃত্যুবরণ করতে হয়েছে।’

অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ, জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন, বিভাগীয় ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিচালক ডা. মোস্তফা খালেদ আহমদ, সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি, সাইফ পাওয়ার টেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

অভিযান করোনাভাইরাস তথ্যমন্ত্রী ভ্রাম্যমাণ আদালত

বিজ্ঞাপন

চট্টগ্রামে আগুনে পুড়ল ৫ দোকান
২৩ নভেম্বর ২০২৪ ১২:৩৪

আরো

সম্পর্কিত খবর