Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাস্থ্য বাজেট বিষয়ে অনলাইনে বিশেষজ্ঞদের লাইভ আলোচনা শনিবার


১২ জুন ২০২০ ২১:৩১

ঢাকা: ২০২০-২১ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ বিষয়ে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের অংশগ্রহণে অনলাইনে লাইভ আলোচনা অনুষ্ঠিত হবে শনিবার (১৩ জুন)। এদিন বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে এ আলোচনা অনুষ্ঠান।

বাংলাদেশের কল্যাণমুখী ও জবাবদিহিমূলক স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তুলতে সহযোগিতা দিতে গড়ে ওঠা ‘স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন ফোরাম’ এই ভার্চুয়াল আলোচনার আয়োজন করেছে।

বিশ্বব্যাংকের সিনিয়র হেলথ স্পেশালিস্ট ড. জিয়াউদ্দিন হায়দারের সঞ্চালনায় এ আলোচনায় অংশ নেবেন অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান, সাবেক অর্থ-সচিব ও বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক মোহাম্মদ তারেক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. রুমানা হক, যুক্তরাজ্যের লিভারপুল স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনের সিনিয়র হেলথ ইকোনোমিস্ট ড. জাহাঙ্গীর খান।

শনিবার বাংলাদেশ সময় রাত ১০টায় ফোরামের ফেসবুক পেইজে (স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন ফোরাম) এই আলোচনা সরাসরি সম্প্রচারিত হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ঘোষিত বাজেটে স্বাস্থ্যখাতে মোট ৪১ হাজার ২৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। যা জিডিপির ১.৩ শতাংশ এবং মোট বাজেট বরাদ্দের ৭.২ শতাংশ।

বাজেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর