Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লাঠির আঘাতে মায়ের মৃত্যু, ঘাতক ছেলে আটক


১৩ জুন ২০২০ ০৩:১৫ | আপডেট: ১৩ জুন ২০২০ ০৩:৩৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গঙ্গাদাসপুর গ্রামে পারিবারিক দ্বন্দ্বে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছেলেকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গার জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, পারিবারিক দ্বন্দ্বে ঝগড়ার এক পর্যায়ে গঙ্গাদাসপুর পশ্চিমপাড়ার মন্টু মিঞার স্ত্রী সাজেদা খাতুনের মাথায় লাঠি দিয়ে সজোরে আঘাত করে তার ছেলে জামিরুল। এরপর জামিরুল পালিয়ে গেলেও পরে তাকে আটক করা হয়।

ওসি বলেন, স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাজেদা খাতুনকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। পথেই মারা যান তিনি।

বিজ্ঞাপন

সাজেদা খাতুনের মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা হবে বলে জানান ওসি সাইফুল।

চুয়াডাঙ্গা ছেলে আটক মায়ের মৃত্যু লাঠির আঘাত লাঠির আঘাতে মৃত্যু