Tuesday 29 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাস্ক না পড়ায় পথচারী ও ব্যবসায়ীদেরকে জরিমানা


১৩ জুন ২০২০ ১৯:২৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাট: করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জয়পুরহাটে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। শনিবার (১৩ জুন) সকালে শহরের বিভিন্ন রাস্তায় ও মার্কেটে অভিযান চালিয়ে মাস্ক না পড়ায় ১৫ জন পথচারী ও ২ ব্যবসায়ীকে সচেতন করতে তাদের জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মিল্টন চন্দ্র রায়

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মিল্টন চন্দ্র রায় বলেন, ‘জয়পুরহাটে প্রতিদিন করোনা আক্রন্তের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। তারপরও মানুষদের মাঝে সচেতনতা নেই। মাস্ক পড়ার বিষয়ে সরকারি নির্দেশনা থাকলেও কেউই তা মানছে না। তাই শহরের বিভিন্ন রাস্তায় ও মার্কেটে অভিযান চালিয়ে মাস্ক না পড়ায় এবং অপ্রয়োজনে ঘোরাঘুরির দায়ে ১৫ জন পথচারী ও স্বাস্থ্যবিধি না মেনে দোকান খোলায় ২ জন ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘জয়পুরহাট জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন স্যারের নির্দেশনা মোতাবেক মানুষের কল্যাণের স্বার্থে এ অভিযান পরিচালনা অব্যাহত রেখেছি। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।’ এসময় সবাইকে করোনা প্রতিরোধে ঘরে থাকতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

করোনাভাইরাস জরিমানা জেলা প্রশাসন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর