সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট হচ্ছে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে
১৪ জুন ২০২০ ২০:৩৪
চট্টগ্রাম ব্যুরো: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে অক্সিজেন সংকট মেটাতে এগিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ‘এস আলম গ্রুপ’। হাসপাতালটিতে ৮৫ লাখ টাকা ব্যয়ে স্থাপন করা হচ্ছে ‘সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট’। ১৫ দিনের মধ্যে এই প্ল্যান্ট চালু হবে বলে এস আলমের পক্ষ থেকে জানানো হয়েছে।
রোববার (১৪ জুন) এস আলম গ্রুপের সঙ্গে মেডি ট্রেড নামে চট্টগ্রামভিত্তিক একটি মেডিকেল অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠানের চুক্তি হয়েছে। প্রতিষ্ঠানটিকে ৮৪ লাখ ৭৫ হাজার ৯৫০ টাকায় জেনারেল হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট তৈরির কার্যাদেশ দিয়েছে এই শিল্প গ্রুপ।
কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় আড়াইশ শয্যার চট্টগ্রাম জেনারেল হাসপাতাল চালু করা হলেও শুরু থেকেই অক্সিজেন সংকটে পড়তে হচ্ছে রোগীদের। ১০ শয্যার আইসিইউ চালু থাকলেও সেখানে অক্সিজেন ব্যবহার করা হচ্ছে সিলিন্ডারের মাধ্যমে। প্রয়োজনে তুলনায় অক্সিজেন সিলিন্ডার কম থাকায় অনেক রোগীকে বাঁচানো সম্ভব হয়নি। সর্বশেষ শনিবার রাতে সীতাকুণ্ডের এক আওয়ামী লীগ নেতার মৃত্যুর পর তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সময়মতো অক্সিজেন না পাওয়ায় জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. গোলাম মোস্তফা জামাল সারাবাংলাকে বলেন, ‘আমরা দিনে দুই বার অক্সিজেন সিলিন্ডার আনি। কিন্তু গত তিন-চার দিন ধরে অক্সিজেনের চাহিদা মারাত্মকভাবে বেড়ে গেছে। আমরা যে মাত্রায় রোগীকে অক্সিজেন সাপ্লাই দিই, সেটাতে হচ্ছে না। অনেক রোগী নিজেরাই অক্সিজেনের মাত্রা বাড়ানো শিখে গেছে। নিজেরাই বাড়িয়ে দিচ্ছেন। দ্রুত সিলিন্ডার শেষ হয়ে যাচ্ছে। এছাড়া আমাদের করোনা ইউনিটটা ছয় তলায়, সিলিন্ডার থাকে দোতলায় স্টোর রুমে। হুট করে সিলিন্ডার শেষ হয়ে গেলে স্টোর রুমে গিয়ে আনতে আনতে দেখা যায় রোগী মারা যাচ্ছে কিংবা অবস্থা আরও সংকটাপন্ন হয়ে উঠছে।’
‘সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট ছাড়া আসলে নিরবচ্ছিন্ন চিকিৎসা সেবা দেওয়াটা ডিফিকাল্ট। দুইটি অক্সিজেন কনসেনট্রেটর স্থাপনও জরুরি। এগুলো আমরা অধিদফতরে লিখেছি। সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে। সার্ভে করা হয়েছে। আশা করি, দ্রুত এটা হয়ে যাবে,’— বলেন গোলাম মোস্তফা।
এর আগে, গত ২২ মে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের বড় ভাই করোনায় আক্রান্ত মোরশেদুল আলম মারা যান। মাসুদের মা-ছেলে, আরও চার ভাইসহ পরিবারের কয়েকজন সদস্য করোনায় আক্রান্ত হন। মূলত ‘অক্সিজেন সংকটে’ ভাইয়ের মৃত্যুর পর চট্টগ্রামে করোনার চিকিৎসায় সংকট মেটাতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছেন সাইফুল আলম মাসুদ।
এস আলম গ্রুপের চেয়ারম্যানের একান্ত সচিব (পিএ) মো. আকিজ উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘জেনারেল হাসপাতালের পরিচালকের সঙ্গে আমরা মৌখিকভাবে কথা বলেছি। উনারা সম্মতি দিয়েছেন। এরপর আমরা একটি বেসরকারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দিয়েছি। আমাদের ৮৫ লাখ টাকার মতো খরচ হচ্ছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা ১৫ দিনের মধ্যে আমাদের প্ল্যান্ট বুঝিয়ে দেবেন। প্ল্যান্ট থেকে পাইপের মাধ্যমে প্রত্যেক বেডে অক্সিজেন সাপ্লাই হবে। কাজ শেষ হলে আমরা চিঠি দিয়ে সেটা হাসপাতাল কর্তৃপক্ষকে বুঝিয়ে দেবো।’
এর আগে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, মা ও শিশু হাসপাতাল এবং চট্টগ্রাম জেনারেল হাসপাতালে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে ভেন্টিলেটরযুক্ত আইসিইউ, হাই ফ্লো অক্সিজেন দিয়েছে এস আলম গ্রুপ।
এস আলম গ্রুপ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট