Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টায় ৩৮ জনের মৃত্যু, শনাক্ত ৩০৯৯ জন


১৫ জুন ২০২০ ১৫:১৫

ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৩ হাজার ৯৯ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৯০ হাজার ৬১৯ জনে দাঁড়িয়েছে। একই সময়ে মারা গেছেন আরও ৩৮ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো এক হাজার ২০৯ জন।

সোমবার (১৫ জুন) দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে জানানো হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৫৮টি ল্যাবে ১৫ হাজার ৩৮টি নমুনা পরীক্ষা করা হয়। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৮ জন। এদের মধ্যে পুরুষ ৩২ জন এবং নারী ৬ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল এক হাজার ২০৯ জনে।

আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৮ জন। এদের মধ্যে পুরুষ ৩২ জন এবং নারী ৬ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল এক হাজার ২০৯ জনে।

হাসপাতাল ও বাসায় চিকিৎসা নিয়ে ১৫ হাজার ২৯৭ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৩৪ হাজার ২৭ জনে দাঁড়ালো।

করোনা আক্রান্ত করোনাভাইরাস কোভিড-১৯ সংক্রমণ স্বাস্থ্য অধিদফতর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর