করোনা আক্রান্ত ৩৮২ পোশাক শ্রমিক, ৩ জনের মৃত্যু
১৫ জুন ২০২০ ১৫:৪৭
ঢাকা: দেশের তৈরি পোশাক খাতের ১৬২টি কারখানায় ৩৮২ জন পোশাক শ্রমিক এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন। আর মৃত্যু হয়েছে ৩ জনের। সোমবার (১৫ জুন) শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শিল্প পুলিশের তথ্যমতে, বিজিএমইএ’র ৬১টি কারখানায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২০৩ জন। বিকেএমইএ’র ২৭টি কারখানায় ৮৪ জন। বিটিএমএ’র ৩টি কারখানায় ৪ জন। বেপজার ৪৮টি কারখানায় ৬০ জন ও অন্যান্য ২৩টি কারখানায় ৩১ জন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে।
অঞ্চলভিত্তিক তথ্যে দেখা গেছে, আশুলিয়ার ২৮টি কারখানায় ৬২ জন, গাজীপুরের ৩৪টি কারখানায় ৮৬ জন, চট্টগ্রামের ৫১টি কারখানায় ৫৮ জন, নারায়ণগঞ্জের ৩৯টি কারখানায় ৯৯ জন, ময়মনসিংহের ৮টি কারখানায় ৬৯ জন ও খুলনার ২টি কারখানায় ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এদিকে, ১৬২ কারখানায় আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন ২১৫ জন ও মৃত্যু হয়েছে ৩ জনের।