Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতিপক্ষের ছোড়া ইটের আঘাতে যুবকের মৃত্যু


৫ মার্চ ২০১৮ ১৯:৫৪

স্পেশাল করেসপন্ডেন্ট, চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম: প্রতিপক্ষের ছোড়া ইটের আঘাতে চট্টগ্রামের হাটহাজারীতে সোহেল রানা (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সোহেল বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (০৫ মার্চ) বিকেলে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই ঘটনা ঘটে।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল মোহাম্মদ জাহাঙ্গীর সারাবাংলাকে জানান, সোহেল স্থাীয় বিএনপি কর্মীদের সঙ্গে উপজেলা সদরে একটি দাওয়াতে গিয়েছিলেন। দাওয়াত খেয়ে বের হওয়ার পর প্রতিপক্ষ কয়েকজন মিলে তাকে মারধর শুরু করে। তখন সোহেল পালিয়ে যেতে চেষ্টা করলে প্রতিপক্ষের ছোড়া ইট তার মাথায় আঘাত করলে গুরুতর আহত হয়। আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, সোহেল নিজেও বিএনপির কর্মী। এ ঘটনায় যারা জড়িত তারাও বিএনপির রাজনীতি করে। তাদের মধ্যে অভ্যন্তরীণ কোনো দ্বন্দ্ব ছিল বলে মনে হচ্ছে।

তবে স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল সক্রিয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলো না। পূর্বশত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে।

সারাবাংলা/আরডি/টিএম/এমআই

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর