স্বাস্থ্যখাতের অনিয়মে ক্ষোভ, তদন্ত কমিটি চায় বিরোধী দল
১৫ জুন ২০২০ ১৬:৫০
ঢাকা: করোনা পরিস্থিতির মধ্যেও সরকারি-বেসরকারি হাসপাতালসহ স্বাস্থ্যখাতে অনিয়ম ও অব্যবস্থাপনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। তিনি অব্যবস্থাপনা ও অনিয়মের অভিযোগ তদন্তে অবিলম্বে উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন।
সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে চলতি ২০১৯-২০ অর্থ বছরের সম্পূরক বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ দাবি করেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় জিএম কাদের চলতি অর্থ বছরে বরাদ্দকৃত অর্থের পুরোটা খরচ করতে না পারায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমালোচনা করেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, ‘বর্তমানে কোভিড-১৯ এর কারণে সারা বিশ্বে স্বাস্থ্যসেবার বিষয়টি সকলের উদ্বেগের বিষয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সম্পূরক বাজেটে তাদের কোন সংশোধনী বাজেট নেই। তাদের সম্পূরক বাজেট দাবি করতে হয়নি। বাস্তবতা হলো, তাদের বাজেট বরাদ্দের চেয়ে খরচ কম হয়েছে। চলতি ২০১৯-২০ অর্থ বছরে ২৫ হাজার ৭৫৩ কোটি টাকা তাদের বরাদ্দ দেওয়া হয়েছে। তারা খরচ করতে পেয়েছে ২৩ হাজার ৬৯২ কোটি টাকা। দুই হাজার ৪১ কোটি টাকা তাদের খরচ কমানো হয়েছে।’
আসন্ন অর্থবছরে স্বাস্থ্যখাতের বরাদ্দ অপ্রতুল দাবি করে জাপা চেয়ারম্যান বলেন, ‘মানুষ স্বাভাবিকভাবে ধারণা করেছিলো এবার স্বাস্থ্যখাতে বিরাট বাজেট দেওয়া হবে। কিন্তু দেখা গেল সেখানে বরাদ্দ হয়েছে ২৯ হাজার ২৪৭ কোটি টাকা। চলতি অর্থ বছরের তুলনায় মাত্র তিন হাজার কোটি টাকা বেশি। খরচ করতে পারে না বলেই এটা করা হয়েছে। যার কারণে থোক বরাদ্দ (১০ হাজার কোটি টাকা) দিয়ে এটা রেখে দেওয়ার চিন্তা করেছেন। করোনার কারণে এটা কাজে লাগানোর চিন্তা করছেন। কোভিড-১৯ মোকাবিলায় সুস্পষ্ট দিক নির্দেশনা না থাকলে অর্থ বরাদ্দ কতটা কার্যকর হবে?’
বিরোধী দলীয় উপনেতা নিজের নির্বাচনি এলাকা লালমনিরহাট হাসপাতালের চিত্র তুলে ধরে বলেন, ‘সেখানে হাসপাতালে ৩৯টি চিকিৎসক পদের মধ্যে ১১ জন ও ৫৪ জন কর্মচারীর মধ্যে ৩৭ জন কর্মরত আছেন। এখানে প্রয়োজনীয় ২২ জন পরিচ্ছন্ন কর্মীর মধ্যে ৪টি পদ আছে। হাসপাতালে ২২ জন ওয়ার্ড বয় ও সমানসংখ্যক আয়ার দরকার হলেও কোনো পদ নেই। নিরাপত্তা প্রহরীর পদ নেই। হাসপাতাল থেকে বিভিন্ন সময় মন্ত্রণালয়কে এটা জানালে কোনো সুরাহা হয়নি। হাসপাতালের যন্ত্রপাতির অভাব রয়েছে।’ দেশের সব হাসপাতালের একই চিত্র উল্লেখ করে তিনি এ বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানান।