লকডাউন বাস্তবায়নে ডিএসসিসিতে সমন্বয় সভা কাল
১৫ জুন ২০২০ ২৩:১৫
ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে রেড জোন এলাকাগুলোতে লকডাউন বাস্তবায়ন বিষয়ে সভা আহ্বান করেছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। মঙ্গলবার (১৬ জুন) দপুর আড়াইটায় এই সভা অনুষ্ঠিত হবে।
সোমবার (১৫ জুন) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানিয়েছেন ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের।
এর আগে, করোনাভাইরাসে আক্রান্তের হার বিবেচনায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকাকে রেড জোন, ইয়েলো জোন ও গ্রিন জোনে ভাগ করার সিদ্ধান্ত নেয় সরকার। বলা হয়, রেড জোন হিসেবে চিহ্নিত এলাকায় কঠোর লকডাউন বাস্তবায়ন করা হবে।
এর মধ্যে শনিবার করোনা প্রতিরোধে গঠিত কেন্দ্রীয় টেকনিক্যাল কমিটির বৈঠকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৭টি ও ঢাকা দক্ষিণ সিটির ২৮টি এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করার বিষয়ে আলোচনা হয়। তবে এখন পর্যন্ত কোনো এলাকাকেই রেড জোন ঘোষণা দেয়নি স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদফতর। সংশ্লিষ্টরা বলছেন, আন্তঃমন্ত্রণালয় বৈঠকে লকডাউনের আওতায় আনা এলাকা চূড়ান্ত করা হবে এবং সেভাবেই সবার সমন্বয়ে লকডাউন বাস্তবায়ন করা হবে।
ডিএসসিসি ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস মেয়র তাপস লকডাউন বাস্তবায়ন সমন্বয় সভা